যে সিনেমায় ১ টাকা পারিশ্রমিক নিবেন শুভ

| আপডেট :  ০৯ জুন ২০২১, ০৮:৫৭  | প্রকাশিত :  ০৯ জুন ২০২১, ০৮:৫৭

সিনেমায় আরিফিন শুভর পারশ্রমিক সাধারণত ধরা হয় দশ লাখ থেকে। সেটা গল্প বেধে দ্বিগুণও হয়। সেই শুভই কিনা এবার মাত্র ১ টাকা পারিশ্রমিকে বিগ বাজেটের ছবিতে অভিনয় করলেন! সকাল থেকে খবরটি গণমাধ্যমের বরাতে ছড়িয়ে পড়লে শুভকে প্রশংসায় ভাসাচ্ছেন ভক্ত ও শুভাকাঙ্খীরা। বঙ্গবন্ধুর জীবনী নিয়ে ‘বঙ্গবন্ধু’ নামে সিনেমা বানাচ্ছেন ভারতীয় খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। এই ছবিটিই মাত্র ১টাকা পারিশ্রমিকে করছেন বলে জানান শুভ। খবরটি শুনে অবিশ্বাস্য মনে হতে পারে। কিন্তু এটাই সত্য।

বিগ বাজেটের এই ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন শুভ। বুধবার (৯ জুন) এ সংক্রান্ত একটি চেক নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন শুভ।

যে চেকটি এখন রীতিমত ভাইরাল! অনেকেই মনে করেছিলেন, শুভর নামে এক টাকার চেকটি হয়তো ভুল কিংবা কোনো বিভ্রাটের ফল! কিন্তু পরিষ্কার করলেন ‘ঢাকা অ্যাটাক’ ছবির এই নায়ক। বললেন, ‘বঙ্গবন্ধুতে অভিনয় করতে শর্ত ছিলো একটাই, সম্মানি নেব ১ টাকা।’

শুভ বলেন, ‘অর্থ দিয়ে হয়তো পার্থিব কিছু সুখ পাওয়া যাবে, কিন্তু আত্মার তৃপ্তি মিলবে না। আমার অভিনয়জীবনের সেরা এক চরিত্র শেখ মুজিবুর রহমান। আমার কাছে অনেক আবেগের নামও এটি। তার জীবনীতে টাকাটা আমার কাছে কখনই মূখ্য নয়।’

বঙ্গবন্ধুর প্রতি শুভর এমন শ্রদ্ধা আর ভালোবাসায় মুগ্ধ তার সহকর্মী ও ভক্ত অনুরাগীরাও। পারিশ্রমিক পাওয়া ১টাকার চেকটি তাই অনেকেই শেয়ার করছেন। ইতিবাচক মন্তব্যর পাশাপাশি শুভর এমন ত্যাগে অনেক অভিনেতা অভিনন্দনও জানাচ্ছেন।

‘বঙ্গবন্ধু’র বেশীর ভাগ শুটিং সম্পন্ন হয়েছে ভারতের মুম্বাইয়ে। কয়েক দফায় বাংলাদেশি অভিনয় শিল্পীরা সেখানে গিয়েছেন। শিগগিরই বাংলাদেশ অংশের শুটিং শুরু করবেন নির্মাতা শ্যাম বেনেগাল।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত