ধুনট থানার কুলছুমা খাতুন বগুড়া জেলার শ্রেষ্ঠ নারী এএসআই নির্বাচিত
ধুনট (বগুড়া) প্রতিনিধি: নারী শিশু,বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে বগুড়া জেলার শ্রেষ্ট নারী (এএসআই) নির্বাচিত হয়েছেন ধুনট থানার মোছাঃ কুলছুমা খাতুন।
রোববার (১২ই ফেব্রুয়ারি) বগুড়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী তাকে উল্লেখিত কাজের সম্মননা ক্রেস্ট প্রদাণ করেন।
নারী এএসআই মোছাঃ কুলছুমা খাতুন ধুনট থানায় দায়িত্ব পালন কালেও শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
নারী এএসআই মোছাঃ কুলছুমা খাতুন বলেন, সরকারি কাজে কোন অবহেলা বা গাফিলতি করার মন মানসিকতা নিয়ে কাজ করিনা। উর্দ্ধতন কর্তৃপক্ষের দিক নির্দেশনা মতে জনগনের সাথে বন্ধু সুলভ আচরণে বিভিন্ন গুরুত্বপুর্ন মামলার রহস্য উদঘাটন সহ শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস দিয়ে আসিতেছি। তিনি তার উর্দ্ধতন কর্তৃপক্ষ বিশেষ করে জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী ও ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত