মেসিরা বাংলাদেশে আসছে দাবি আর্জেন্টাইন সাংবাদিকের, জানালেন সম্ভাব্য তারিখও
দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপা জেতে ফুটবলের অন্যতম জনপ্রিয় দেশ আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপে লিওনেল মেসির দেশকে সমর্থন দিয়ে বেশ আলোচনায় আসে বাংলাদেশ। যা নজর কাড়ে বিশ্ব মিডিয়া থেকে শুরু করে আর্জেন্টাইন গণমাধ্যমেরও। এতে দুই দেশের দৃঢ় সম্পর্কও তৈরি হচ্ছে।
সে সম্পর্কের সূত্র ধরে বিশ্বকাপের পর থেকেই গুঞ্জন চলছে বাংলাদেশে আসছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এ নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনও ডাকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যদিও শেষ পর্যন্ত তা স্থগিত করা হয়। পরবর্তীতে এ নিয়ে আর কোনো তথ্য জানায়নি দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
বাফুফে এ নিয়ে নতুন কোনো সংবাদ না দিলেও এবার আর্জেন্টাইন এক সাংবাদিকের দাবি, জুনে মেসিরা বাংলাদেশে আসবে। তাদের আসার সম্ভাব্য তারিখও জানান তিনি।
আর্জেন্টাইন ওই সাংবাদিকের নাম রয় নেমের। তিনি দেশটির জনপ্রিয় ফুটবল সাংবাদিক। রয় নেমের নিজের অফিসিয়াল টুইটারে বিষয়টি জানান। সে সঙ্গে একটি লিংকও শেয়ার করেন তিনি। মুন্দ আলবিসেলেস্তে নামে গণমাধ্যমে তার করা প্রতিবেদনটি দেখা যায়।
মুন্দ আলবিসেলেস্তের সূত্র মতে, আগামী জুনে আর্জেন্টিনা বাংলাদেশে পা রাখবে। এই সফরে বিশ্বচ্যাম্পিয়নরা লাল-সবুজের জার্সিধারীদের বিপক্ষে একটি প্রীতি ম্যাচও খেলবে। ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ হিসেবে বলা হয়, জুনের ১২ থেকে ২০ তারিখের মধ্যে।
বাংলাদেশ-আর্জেন্টিনার সম্ভাব্য ম্যাচটির ভেন্যু উল্লেখ করা হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। যে মাঠে এর আগেও পা পড়েছে ফুটবলের অন্যতম শ্রেষ্ঠ খেলোয়াড় লিওনেল মেসির। ২০১১ সালে তিনি এখানে খেলেছিলেন নাইজেরিয়ার বিপক্ষে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত