ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে দুমকিতে মত বিনিময় সভা অনুষ্ঠিত

| আপডেট :  ০৯ জুন ২০২১, ১০:১১  | প্রকাশিত :  ০৯ জুন ২০২১, ১০:১১

জুবায়ের ইসলাম সোহান, দুমকি, পটুয়াখালী থেকে: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ উপলক্ষে দুমকির আংগারিয়া ইউনিয়নের চেয়ারম্যান, মহিলা মেম্বার ও সাধরন মেম্বার প্রার্থীদের সাথে প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার (৯ জুন) বেলা ২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাচন অফিস ও রিটার্নিং কর্মকর্তার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহি অফিসার শেখ আব্দুল্লাহ সাদীদ এর সভাপতিত্তে বক্তব্য রাখেন- জেলা সিনিয়র নির্বাচন অফিসার খান আবি শাহানুর। দুমকি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-ইমরান। দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহীন শরীফ। মতবিনিময় সভায় ইবিএমের ব্যবহার, নির্বাচনের আচরণ বিধি, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত