দুমকি মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি আমির হোসাইন, সম্পাদক বাহাদুর

জুবায়ের ইসলাম, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) পটুয়াখালীর দুমকি উপজেলা শাখার কার্যিনর্বাহী কমিটি গঠন করা হয়েছে।
রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক সাধারন সভায় সর্বসম্মতিক্রমে ২০২৩-২৪ সনের জন্য সাবেক সভাপতি এম আমির হোসাইনকে পূনরায় সভাপতি ও বাহাদুর হোসেনকে সাধারন সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠিন করা হয়।
সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা হলেন-সহ সভাপতি যথাক্রমে মো. জাহিদুল ইসলাম, আরিফ হোসেন ও সাইদুর রহমান খান, যুগ্ম সাধারন সম্পাদক মো. সিফাত হোসেন ও কাজী জুবায়ের ইসলাম সোহান, সাংগঠনিক সম্পাদক মো.রাকিবুল হাসান, অর্থ বিষয়ক সম্পাদক মর্তুজা শোয়েব, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. রাব্বিকুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আল ফাহাদ, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মো. ওয়ালিউল ইসলাম এবং কার্যকরী সদস্য যথাক্রমে সৈয়দ আতিকুল ইসলাম, মনিরুজ্জামান মনির ও সহিদুল ইসলাম সরদার।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত