সোনারগায়ে ঘুড়ি উৎসবে লাল দল দমদমা বয়েজ ক্লাবের বিজয়

| আপডেট :  ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:১২  | প্রকাশিত :  ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:১২

আল আমিন কবির, সোনারগাঁও, নারায়ণগঞ্জ: এসো উড়াই ঘুড়ি বাংলার ঐতিহ্য লালন করি’- স্লোগান সামনে রেখে উদযাপিত হয়েছে সোনারগাঁয়ের মোগরাপাড়ায় মদনপুর বাসেস বনাম দমদমাবয়েজ ক্লাবের উদ্যোগে

মঙ্গলবার (২১ শে ফেব্রয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে মোগড়াপাড়া ইউনিয়নের দলদার এলাকায় ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়।

প্রতিযোগীতায় লাল দল বনাম কালো দল অংশ নেন প্রত্যোক দলে ১০ জন করে খেলোয়ার অংশ গ্রহন করে মদনপুর বাসেস কালো দলকে হারিয়ে দমদমা বয়েজ ১ ম পুরষ্কার ৩২” এলইডি টিভি লাভ করেন ২ য় পুরষ্কার মদনপুর বাসেস ছাগল পুরষ্কার

এ উৎসব যুগ যুগ ধরে বহন করে চলছে নারায়নগঞ্জের সোনারগাঁও মূলত পৌষ সংক্রান্তি বা শীতের আমেজে এই খেলার প্রচোলন রয়েছে।

কিশোর-কিশোরী, যুবক-যুবতী এমনকি বয়োবৃদ্ধরাও এ উৎসবে শামিল হন। দিনভর ঘুড়ি উড়িয়ে সন্ধ্যায় বিভিন্ন আয়োজনে সবাই আনন্দে মেতে ওঠেন।

বাহারি রঙের কাগজ, পলিব্যাগ ও বাঁশের অংশবিশেষ দিয়ে তৈরি হয় এসব ঘুড়ি। সঙ্গে থাকে বাহারি রঙের নাটাই। এ ছাড়া নাটাই ও ঘুড়িতে সংযোগ করা হয় বাহারি রঙের সুতা। সেসব সুতার মধ্যে রক সুতা, ডাবল ড্রাগন, কিংকোবরা, ক্লাক ডেবিল, ব্লাক গান, ডাবল গান, সম্রাট, ডাবল ব্লেট, মানজা, বর্ধমান, লালগান ও টাইগার অন্যতম।

প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুবুর রহমান রক্সি, বিশেষ অতিথি ছিলেন আবির আহমেদ,
রাজু আহমেদ উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত