হাটহাজারী মাদরাসার সাবেক সহকারী পরিচালকের ইন্তেকাল
আল-জামিয়াতুল ইসলামিয়া মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সাবেক সহকারী পরিচালক ও মুহাদ্দিস হাফেজ মাওলানা মোহাম্মদ কাসেম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। আজ বুধবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে চট্টগ্রাম জেলার ফটিকছড়িতে ইন্তেকাল করেন।
আগামীকাল সকাল ১০টায় ফটিকছড়ি তালিমুদ্দিন মাদরাসা প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। হাফেজ মাওলানা মোহাম্মদ কাসেম ৫ ছেলে ৪ মেয়ে ও স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
হাফেজ মাওলানা মোহাম্মদ কাসেম (রহ.) ফটিকছড়ির জামিয়া কোরআনিয়া তালীমুদ্দীন মাদরাসার মহাপরিচালক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। এর আগে তিনি হাটহাজারী মাদরাসার সাবেক শিক্ষাপরিচালক ও সিনিয়র মুহাদ্দিস ছিলেন। পরবর্তীতে সহকারী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরার প্রতিষ্ঠাতা পরিচালক ফকিহুল মিল্লাত আল্লামা আব্দুর রহমান (রহ.)-এর একমাত্র জামাতা ছিলেন তিনি। মহিউস সুন্নাহ হজরত শাহ আবরারুল হক হারদুঈ (রহ.)-এর অন্যতম খলিফা ছিলেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত