বাটারফ্লাই গ্রুপের চেয়ারম্যান এম এ মান্নান আর নেই

| আপডেট :  ০৯ জুন ২০২১, ১০:৪৪  | প্রকাশিত :  ০৯ জুন ২০২১, ১০:৪৪

বাটারফ্লাই গ্রুপের চেয়ারম্যান এম এ মান্নান (৮২) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার ভোর ৪টা ৪৫ মিনিটে রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। এম এ মান্নান দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বাদ জোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে প্রথম ও বাদ আসর গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার পর গাড়ারণ গ্রামে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

তার মৃত্যুতে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ গভীর শোক প্রকাশ করেন। ইকবাল হোসেন সবুজ বলেন, ‘দেশে ইলেকট্রনিক শিল্পবিপ্লবের অন্যতম ভাগীদার এম এ মান্নান ছিলেন সমাজসেবক, দানশীল ও শিক্ষানুরাগী’।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত