সোনারগাঁয়ে দেশ রূপান্তর এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিতl

| আপডেট :  ১২ মার্চ ২০২৩, ০৪:০১  | প্রকাশিত :  ১২ মার্চ ২০২৩, ০৪:০১

আল আমিন কবির, সোনারগাঁও, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।

১২ মার্চ রোববার সকালে বারদী ইউনিয়নে জ্যোতি বসু পাঠাগারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক দেশ রুপান্তরের প্রতিনিধি জহিরুল ইসলাম মৃধা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকাস্থ বারদী সংসদের আহ্বায়ক ইউসুফ আলী।

এ সময় অন্যদের মাঝে সোনারগাঁও প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আল আমিন তুষার, নয়া দিগন্তের প্রতিনিধি হাসান মাহমুদ রিপন, সমকালের শাহাদাত হোসেন রতন, সময়ের আলো প্রতিনিধি আনিসুর রহমান, আনন্দ টিভির মাজহারুল ইসলাম, আমাদের সময়ের প্রতিনিধি মিজানুর রহমান মামুন, দেশ রূপান্তরের প্রতিনিধি রবিউল হোসাইন, ঢাকা টাইমস প্রতিনিধি মোঃ ইমরান হোসেন, সাংবাদিক পরিমল বিশ্বাস, মোঃ আকাশ মিয়া, আক্তার হোসেন, দৈনিক আজকের দর্পনের প্রতিনিধি হুমায়ুন কবির।

এছাড়াও উপস্থিত ছিলেন, বারদী নেছারিয়া আলিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ ইব্রাহিম, দলিল লেখক কামরুল হাসান ও সমাজকর্মী ফারজানা শান্তিসহ অন্যান্যরা।

উপস্থিত বক্তারা বলেন, সঠিক তথ্য নিয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনের মাধ্যমে দেশ গড়ার কাজে নিয়োজিত থাকবে জাতির বিবেকখ্যাত সাংবাদিকরা।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত