সাকিব-স্মিথ-আজহারউদ্দিনকে ছাড়িয়ে গেলেন মুশফিক

| আপডেট :  ২১ মার্চ ২০২৩, ০৬:৩৬  | প্রকাশিত :  ২১ মার্চ ২০২৩, ০৬:৩৬

সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৬০ বলে ১৪টি চার আর দুই ছক্কায় ১০০ রানের ইনিংস খেলার পথে বেশ ‍কিছু রেকর্ড গড়েন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিক।

ওয়ানডে ক্রিকেটে দেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন মুশফিক। আন্তর্জাতিক ওয়ানডেতে মুশফিকের সেঞ্চুরিটি দ্রুততম ৩৩।

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরজের দ্বিতীয় খেলায় অনবদ্য সেঞ্চুরি করার মধ্য দিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ ও ভারতের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার আজহারউদ্দিনকে ছাড়িয়ে গেছেন মুশফিকুর রহিম।

সাকিব আল হাসান ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে ৬৩ বলে সেঞ্চুরি করেছিলেন। ৬২ বলে সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ ও ভারতের সাবেক অধিনায়ক আজহার উদ্দিন।

তবে ওয়ানডে ক্রিকেটে মাত্র ৩১ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। ৩৬ বলে সেঞ্চুরি করেন নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসন। ৩৭ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদি।

মুশফিকের মতো ওয়ানডেতে ৬০ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার বীরেন্দ্রর শেহবাগ, ইংল্যান্ডের জস বাটলার, ওমানের জতিন্দ্র সিং ও আরব আমিরাতের মোহাম্মদ ওয়াসিম।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত