৫৪ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশে আলটিমেটাম

| আপডেট :  ১০ জুন ২০২১, ০৯:৩৯  | প্রকাশিত :  ১০ জুন ২০২১, ০৯:৩৯

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার শিক্ষক নিয়োগে প্রকাশিত তৃতীয় গণবিজ্ঞপ্তির ফলাফল দ্রুত প্রকাশে আলটিমেটাম দেওয়া হয়েছে। এ দাবিতে বৃহস্পতিবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ভবনের সামনে মানববন্ধন করেছেন নিয়োগপ্রত্যাশীরা। এ সময় আগামী রোববারের মধ্যে ফলাফল প্রকাশ না করা হলে সোমবার সারাদেশে একযোগে আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। পরে এ দাবিতে এনটিআরসিএতে স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়, ৫৪ হাজার শিক্ষক নিয়োগের ফলাফল এখনও প্রকাশ করা হয়নি। এতে নিয়োগপ্রত্যাশীরা হতাশা ও দুশ্চিন্তায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন। উচ্চশিক্ষিত বেকারদের কথা চিন্তা করে হলেও এই ফলাফল প্রকাশ করা উচিত।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত