দেশে এবার উদ্ভব হলো গাজার কেক, পারসেল করাও হয়
নেশার ঘোরে ধনীর দুলাল। প্রচলিত-অপ্রচলিত নানা মাদকে আসক্ত অনেকে। দেশে এবার উদ্ধার হলো গাজার কেক। যাতে আটক হন দুজন। পুলিশ বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার কেরে চলে এর বেচাকেনা। উচ্চবিত্ত সমাজে দীর্ঘদিন এটির ব্যবহার থাকলেও; এই প্রধম ধরা পড়লো।নেশাদ্রব্য গাজা থেকে তেল এবং সেই তেল দিয়ে তৈরি হয় এক ধরনের কেক। যাকে নেশাগ্রস্তরা বলে থাকেন ব্রাউনি।
সম্প্রতি দেশে এলএসডিসহ কয়েকজন আটক হওয়ার পর এই মাদকের সন্ধান পান গোয়েন্দারা। যাতে রাজধানীর মোহম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয় দুজনকে। জব্দ হয়, বিপুল পরিমাণ গাজার কেক।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সংকেত ব্যবহার করে চলে এই মাদকের কেনাবেচা। এক টুকরো কেকের দাম ৫ থেকে ১০ হাজার টাকা। মাদকটি কেনা-বেচায় বেশ কয়েকজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর জড়িত থাকার প্রমাণ পেয়েছে পুলিশ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত