এসএসসি পরীক্ষার্থীদের যে পরামর্শ দিলেন শায়খ আহমাদুল্লাহ
আজ রোববার (৩০ এপ্রিল) সারাদেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৩ হাজার ৮১০টি কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়েছে। ইতোমধ্যে একটি পরীক্ষা শেষ হয়েছে।
পরীক্ষার্থীদের প্রতি শুভকামনা জানিয়ে জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ পরীক্ষার্থীদের নকল এড়িয়ে সততার সঙ্গে পরীক্ষা দেয়ারও পরামর্শ প্রদান করেন।
নিজের অফিসিয়াল ফেসবুক পেজে তিনি লিখেন, এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য শুভকামনা। পরীক্ষার্থীদের পরীক্ষা সহজ হোক, সে দোয়া রইল।
তিনি আরও লিখেন, ফলাফল যাই হোক, আল্লাহর উপর ভরসা রেখে সততার সঙ্গে পরীক্ষা দিতে পারাটাও একটা পরীক্ষা। সে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য চাই আল্লাহর ভয় ও একটা সৎ মন। মহান আল্লাহ জীবনের শুরু থেকেই সততা চর্চার তাওফিক দান করুন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত