দুমকিতে ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা

| আপডেট :  ০১ মে ২০২৩, ০৬:৩৯  | প্রকাশিত :  ০১ মে ২০২৩, ০৬:৩৯

দুমকি উপজেলা প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে সংগঠনবিরোধী ও শৃঙ্খলা পরিপন্থী এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অপরাধে উপজেলা ছাত্রলীগের সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ।

রোববার (৩০ এপ্রিল)রাতে জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. তানভীর হাসান আরিফ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই স্থগিত আদেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ পটুয়াখালী জেলা শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনবিরোধী ও শৃঙ্খলা পরিপন্থী এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অপরাধে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ দুমকি উপজেলা শাখার সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হলো।

পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তানভীর হাসান আরিফ বলেন, দুমকি উপজেলা শাখা ছাত্রলীগের বিরুদ্ধে সংগঠন পরিপন্থী একাধিক অভিযোগ থাকায় তাদের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত