ফের বাড়লো সয়াবিন তেলের দাম

| আপডেট :  ০৪ মে ২০২৩, ০১:৪১  | প্রকাশিত :  ০৪ মে ২০২৩, ০১:৪১

আবারও সয়াবিন তেলের দাম বাড়লো। বোতলজাত প্রতি লিটারে ১২ টাকা বাড়ানো হয়েছে। যার নতুন দর নির্ধারণ করা হয়েছে ১৯৯ টাকা।

বৃহস্পতিবার (৪ মে) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

ভোজ্যতেল ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটি জানিয়েছে, এদিন থেকেই এ মূল্য কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, লিটারপ্রতি খোলা সয়াবিন ১৭৬ টাকা এবং বোতলজাত ১৯৯ টাকায় কিনতে হবে। আর পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলে খরচ পড়বে ৯৬০ টাকা।

পাম তেলের দামও নতুন করে ধার্য করা হয়েছে। এক লিটার খোলা পাম সুপার তেলের দর ধরা হয়েছে ১৩৫ টাকা।

এর আগে লিটারে বোতলজাত সয়াবিনের দাম ছিল ১৯০ টাকা। গত ১৭ নভেম্বরে যার মূল্য ১২ টাকা বৃদ্ধি করে ভোজ্যতেল উৎপাদক সমিতি।

এরও আগে প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম ছিল ১৭৮ টাকা।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত