কানাইঘাটে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ গ্রেফতার ১

| আপডেট :  ১৩ মে ২০২৩, ১২:৫৩  | প্রকাশিত :  ১৩ মে ২০২৩, ১২:৫৩

কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী করিম উদ্দিনকে সিএনজি গাড়ীসহ ১৯২ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ সহ গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ।

তাছাড়া মাদক, খুন, ধর্ষণ, পরোয়ানাভূক্ত সাজাপ্রাপ্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী করিম। কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম দস্তগীর আহমদ এর দিক নির্দেশনায় থানার এস আই পীযূষ চন্দ্র সিংহ এর নেতৃত্বে একদল পুলিশ।

কানাইঘাট থানাধীন ০১ নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের অর্ন্তগত পূর্ব দর্পনগর সাকিনের সুরমা নদীর ডাইকের উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন এসময় কুখ্যাত মাদক ব্যবসায়ী করিম উদ্দিন (২২), পিতা-মৃত শামীম আহমদ, সাং-নারাইনপুর, থানা-কানাইঘাট।

ব্যবহৃিত একটি সিএনজি গাড়ীসহ। ১৯২ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ সহ গ্রেপ্তার করেন। গ্রেপ্তার করা কালে তার সহযোগী কতিপয় মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পে পালিয়ে যায়।

পলাতক আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। তাহারা ভারতীয় সীমান্ত এলাকা হইতে উদ্ধারকৃত মদ সংগ্রহ করে নারাইনপুর সুরমা নদী পার হয়ে জকিগঞ্জ থানাধীন কালিগঞ্জ বাজারে নিয়ে যায়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত