ঘূর্ণিঝড় মোখা’র অগ্রভাগের প্রভাব শুরু হয়েছে উপকূলে

| আপডেট :  ১৪ মে ২০২৩, ০৮:১৬  | প্রকাশিত :  ১৪ মে ২০২৩, ০৮:১৬

ঘূর্ণিঝড় ‘মোখা’র অগ্রভাগের প্রভাব পড়তে শুরু করেছে। তবে, অতি শক্তিশালী ঝড়টি সকাল ৯টা থেকে বিকাল ৩টার মধ্যে কক্সবাজার ও উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করবে। শনিবার (১৩ মে) রাত আড়াইটায় সংবাদ ব্রিফিং-এ এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস।

রাজধানীর আগারগাওয়ে আবহাওয়াবিদ মো. মোনোয়ার হোসেন জানান, ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাব ইতিমধ্যে উপকূলীয় এলাকায় পড়তে শুরু করেছে। এই ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কি. মি, এর মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৯০ কি.মি.। যা দমকা ও ঝড়ো হাওয়া হয়ে ২১০ কি. মি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

কক্সবাজারকে ১০ নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও পায়রা বন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। মোংলায় ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত বহাল থাকছে। অতি প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারি বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকায় কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম এলাকার কোথাও কোথাও ভূমিধ্বস হতে পারে। সুপার সাইক্লোনে বাতাসের গতিবেগ ঘণ্টায় অন্তত ২২০ কিলোমিটার হতে হয় উল্লেখ করে মনোয়ার হোসের বলেন, তাণ্ডব চালালেও মোখা সুপার স্লাইক্লোনে পরিণত হবে না।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত