করোনায় সীমান্তের অরক্ষিত ৩’শ কিলোমিটার ঘিরে দুশ্চিন্তা

| আপডেট :  ১২ জুন ২০২১, ০১:২৮  | প্রকাশিত :  ১২ জুন ২০২১, ০১:২৮

সীমান্ত জেলাসহ আশপাশের এলাকায় বাড়ছে করোনা সংক্রমণ। অণুজীব বিশেষজ্ঞদের শঙ্কা, এই ঢেউ হতে পারে ঢাকামুখি। তাই মোকাবেলায় কঠোর ব্যবস্থা চান তারা। প্রতিনিয়ত ছড়াছে করোনা সংক্রমণ। এভাবেই আক্রান্ত হচ্ছে গোটা দেশ। সংক্রমণ থেমে নেই, সেই সাথে নিজের রূপও বদলাচ্ছে করোনা। শত বিধিনিষেধও কমছে না মৃত্যু তালিকা, থামছে না আক্রান্তের হার।

সংক্রমণ দৌড়ে আফ্রিকান ধরণকে পেছনে ফেলে এগিয়ে ভারতীয় ভ্যারিয়েন্ট। সেদিক দিয়ে সীমান্ত জেলা ঝুঁকির তালিকার উপরে। সাড়ে চার হাজার কিলোমিটার সামীন্তের অরক্ষিত প্রায় তিনশো কিলোমিটার।

অনুজীব গবেষক ড. মো. আনোয়ার হোসেন বলেন, এই পরিস্থিতিতে এখনই কঠোর পদক্ষেপ না নিলে আসছে কোরবানির হাট ও ঈদে ঘরে ফেরা মানুষের স্রোতে এই ধরণ ডেকে আনতে পারে ভয়াবহ পরিস্থিতি।

রাজশাহী, রংপুর ও খুলনার বেশকিছু জেলা এখন ভাইরাস সংক্রমণের হটস্পট। যা নিয়ন্ত্রণে আনতে এখনও কিছু এলাকা কঠোর লকডাউনের আওতায়। বিশেষ করে বন্দরগুলো।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, দেশে কোভিড-19 এ মৃত্যুর সংখ্যা প্রায় ১২ হাজারের বেশি। বয়স ভেদে শনাক্ত হার ১২ শতাংশের উপরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাস্ক পরার পাশাপাশি স্বাস্থ্যবিধি মানার বিকল্প কিছুই নেই বলে মনে করছে সংশ্লিষ্টরা।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত