খালেদার স্বাস্থ্যঝুঁকি নিয়ে চিন্তিত চিকিৎসকরা: ফখরুল
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া করোনাভাইরাস সংক্রমণ পরবর্তী জটিলতা থেকে মুক্ত। তবে পুরোনো অসুখের কারণে স্বাস্থ্যঝুঁকিতে আছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে শুক্রবার সকালে রাজধানীর গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
সংবাদ সম্মেলন তিনি বলেন, ম্যাডামের মেডিকেল বোর্ডের সর্বশেষ বক্তব্য হচ্ছে, উনার মিনিমাম যে প্যারামিটারগুলো আছে…পোস্ট কোভিডের পর থেকে উনি মোটামুটি বেটার। কিন্তু খালেদা জিয়ার হার্ট ও কিডনির সমস্যা নিয়ে চিকিৎসকেরা চিন্তিত।
ফখরুল বলেন, ফান্ডামেন্টাল কিছু সমস্যা রয়েছে, যেগুলো উদ্বেগজনক। তার হার্টের প্রবলেম, কিডনির প্রবলেম আছে। এই দুইটি নিয়ে মেডিকেল বোর্ড উদ্বিগ্ন। উনারা মনে করছেন, বাংলাদেশে যে হাসপাতালগুলো আছে, অ্যাডভান্স সেন্টারগুলো আছে, সেগুলো যথেষ্ট নয় উনার টিট্রমেন্টের জন্য।
বিএনপি মহাসচিব বলেন, বিশেষজ্ঞরা বার বার বলছেন, উনার অ্যাডভান্স টিট্রমেন্ট দরকার, তার অসুখগুলো নিয়ে অ্যাডভান্স সেন্টারে যাওয়া জরুরি। আমরা সেটা বার বার বলছি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত