কালকিনিতে ২ মাদক কারবারি গ্রেফতার

| আপডেট :  ০২ জুলাই ২০২৩, ১১:৩২  | প্রকাশিত :  ০২ জুলাই ২০২৩, ১১:৩২

রিপোর্ট মোঃ সবুজ খান মাদারীপুর কালকিনি থেকে: মাদারীপুর কালকিনিতে মাদকসহ দুজন আসামিকে গ্রেফতার করলেন কালকিনি থানা পুলিশ আজ রবিবার রাত সাড়ে নটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামীম হোসেনের দিকনির্দেশনায় এসআই বিরাজ এসআই জাকিরের যৌথ অভিযানে কালকিনি থানাধীন গোপালপুর থেকে দুই মাদক কারবারিকে গ্রেফতার করলেন কালকিনি থানা পুলিশ সময় আসামি ১.ইমরান আকন(৩২) পিতা-আব্বাস আকন সাং-ছয়না থানা-মাদারীপুর সদর এর নিকট হইতে ৫২ পিচ এবং২.মোঃছলেমান হাওলাদার পিতা-মৃত- আলম হাওলাদার সাং-পশ্চিম মিনাজদী থানা-কালকিনি জেলা-মাদারীপুর এর নিকট হইতে ০৮ পিচ সহ মোট ৬০ পিচ ইয়াবা সহ গ্রেফতার করা হয়।

মামলা প্রক্রিয়াধীন কালকিনি থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম হোসেন বলেন এই অভিযান চলমান থাকবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত