এয়ারপোর্ট রেস্টুরেন্টে’ মরা মুরগী রান্না করে ভোক্তাদের পরিবেশন করা হতো (ভিডিও)

| আপডেট :  ১২ জুন ২০২১, ০৮:৫৬  | প্রকাশিত :  ১২ জুন ২০২১, ০৮:৫৬

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ‘এয়ারপোর্ট রেস্টুরেন্ট’ থেকে ১১৯ মরা মুরগি জব্দ করা হয়েছে। রেস্টুরেন্টটিতে মরা মুরগি জবাই করার সময় জড়িত ৭ জনক আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ শনিবার (১২ জুন) বিকেলে আরটিভি নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক।

তিনি বলেন, এপিবিএনএ’র সাদা পোশাকের সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এয়ারপোর্টের কাস্টমস হাউসের পার্শ্ববর্তী ‘এয়ারপোর্ট রেস্টুরেন্ট’ থেকে ১১৯টি মরা মুরগিসহ হাতেনাতে ৭ জনকে আটক করেছে। প্রাথমিকভাবে যাচাই-বাছাই করে পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

অভিযানে নেতৃত্ব দেন- শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী আফরোজ।

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক আরও বলেন, অভিযানে আটকদের মধ্যে রয়েছেন- রেস্টুরেন্টের ম্যানেজার, মৃত মুরগীর সাপ্লায়ার, রেস্টুরেন্টের বাবুর্চি। ধারণা করা হচ্ছে, এই মুরগী রান্না করে ভোক্তাদের পরিবেশন করা হত। আটক অভিযুক্তদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত