পটুযাখালীতে বিদেশি মদসহ ব্যবসায়ী গ্রেফতার
ইমরান হোসেন,পটুয়াখালী থেকে: পটুযাখালীতে মো. তানভীর মাহমুদ (২০) নামের এক মদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৫ মে) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে পৌরশহরের লঞ্চ ঘট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার তানভীর পটুয়াখালী সদর উপজেলার টেংরাখালী গ্রামের শাহআলম হাওলাদারের ছেলে।
গোয়েন্দা পুলিশের এসআই সনজিৎ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে পৌরশহরের লঞ্চ টার্মিনালের পুর্ব পাস থেকে ৬ লিটার বিদেশি মদ সহ মোঃ তানভীর মাহমুদকে গ্রেফতার করা হয়।
পটুয়াখালী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকার্তা (ওসি) মো. শাহজাহান জানায়, এবিষয় পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলার পরে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত