কানাইঘাটে এক ব্যক্তিকে জিম্মি করে চেকের পাতা ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ

| আপডেট :  ১৪ জুলাই ২০২৩, ১১:০৭  | প্রকাশিত :  ১৪ জুলাই ২০২৩, ১১:০৭

কানাইঘাট প্রতনিধিঃ কানাইঘাটে দিঘীরপাড় ইউনিয়নে জিম্মি করে তার স্ত্রীর কাছ থেকে জোরপূর্বক ভাবে ব্যাংকের চেক পাতা ও ৩’শ টাকার ননজুডিসিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার ঘটনায় গতকাল শুক্রবার কানাইঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগে সূত্রে জানা যায়, দিঘীরপাড় ইউনিয়নের দর্পনগর পূর্ব গ্রামের বীরমুক্তিযোদ্ধা আনিসুল হকের পুত্র মোঃ ইব্রাহিম (৪০) কে গত বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেল ৪টার দিকে দিঘীরপাড় গ্রামের মৃত ছাখর আলীর পুত্র শুয়াইবুর রহমান @ সোনাবন্ধু, জয়ফৌদ গ্রামের মৃত গুটাই মিয়ার পুত্র মখতার হোসেন, দিঘীরপাড় গ্রামের মৃত শফিকুল হকের পুত্র আব্দুস সালাম, মৃত শরিফ উদ্দিনের পুত্র বোরহান উদ্দিন কৌশলে ইব্রাহিম আলীকে তার বাড়ি থেকে সিএনজি গাড়ী দিয়ে স্থানীয় সড়কের বাজারে নিয়ে আসার জন্য বের হয়। পথিমধ্যে উল্লেখিত লোকজন ইব্রাহিম আলীকে মারধর করে হাত-পা বেঁধে হত্যার ভয় দেখিয়ে ৪ লক্ষ টাকা দেয়ার জন্য বলে। টাকা দিতে অস্বীকৃতি জানালে ইব্রাহিম আলীকে ৪ লক্ষ টাকার চেক ও স্ট্যাম্প দেয়ার জন্য বলে। এতে ইব্রাহিম আলী আপত্তি জানালে উল্লেখিত ব্যক্তিরা তাকে প্রাণে হত্যার ভয় দেখালে ইব্রাহিম তার স্ত্রী শিল্পী বেগমকে ঘটনার সাথে জড়িতদের তার নিজ নামীয় চেক বই দেয়ার জন্য বললে তারা ক্রমিক নং- ১১৯২-৪৪৩৭২৭৫ পাতা ছিঁড়ে নেয় এবং ইব্রাহিম আলীকে মারধর করে স্ট্যাম্পে স্বাক্ষর জোরপূর্বক ভাবে নিয়ে যায়। বিষয়টি থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই জড়িতরা পালিয়ে যায়।

এ ঘটনায় ইব্রাহিম আলী বাদী হয়ে ঘটনার সাথে জড়িত শুয়াইবুর রহমান @ সোনাবন্ধু, মখতার হোসেন, আব্দুস সালাম, বোরহান উদ্দিন, আব্দুস সালামকে আসামী করে গতকাল শুক্রবার থানায় অভিযোগ দায়ের করেছেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত