বেইজ্জতির চরমে চলে গেছে বাংলাদেশ ক্রিকেট: পাপন
ফের মাঠে বিতর্কিত ঘটনা ঘটিয়ে শাস্তি পেলেন সাকিব আল হাসান। প্রশ্নবিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। এত কিছুর পর সাকিবকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। জরিমানাও গুনতে হবে ৫ লাখ টাকা। এদিকে বিসিবি প্রধান নাজমুল হাসান পুরো বিষয়টিকে বাংলাদেশ ক্রিকেটের ‘চরম বেইজ্জতি’ হিসেবে দেখছেন। লাথি মেরে স্টাম্প ভাঙছেন, নিজ হাতে স্টাম্প উপড়ে ফেলছেন। সাকিব আল হাসানের এসব ঘটনার ছবি, ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। প্রতিটি টুইট, রি-টুইট, শেয়ার আর পোস্টে বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
শনিবার (১২ জুন) সাকিবকাণ্ড নিয়ে এক বেসরকারি টিভি চ্যানেলে নাজমুল হাসান বলছিলেন, ‘বিষয়টা আন্তর্জাতিকভাবে এত বেশি ছড়িয়ে পড়েছে, আমাকে এত দেশ থেকে ফোন করছে। আমি ভয়ে ফোন ধরছি না। বেইজ্জতির চরমে চলে গেছে বাংলাদেশ ক্রিকেট। আমার মনে হয় এই ঘরোয়া ক্রিকেট খেলার কোনো মানে হয় না। যতক্ষণ না পর্যন্ত আমরা এ সমস্যার সমাধান না বের করছি। এটা চরম জায়গায় নিয়ে গেছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত