কালকিনিতে কৃষকদের মাঝে পুরস্কার ও পিছিয়ে পরা জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর উপহার ঢেউ টিন ও চেক বিতরণ করেন- ড.আবদুস সোবহান গোলাপ এমপি

| আপডেট :  ২৩ জুলাই ২০২৩, ০৪:৩৭  | প্রকাশিত :  ২৩ জুলাই ২০২৩, ০৪:৩৭

রিপোর্ট মোঃ সবুজ খান, মাদারীপুর কালকিনি থেকে: মাদারীপুর কালকিনিতে কন্দাল ফসল উন্নয়ন বিষয়ে তিনদিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডক্টর আবদুস সোবহান গোলাপ এমপি বলেন – কৃষিতে বাংলাদেশ এখন স্বনির্ভর, দেশের মানুষের খাদ্য চাহিদার তুলনায় অতিরিক্ত খাদ্য মজুদ রয়েছে।

মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় কৃষি সমৃদ্ধি কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিনদিন ব্যাপী কৃষি মেলা উদ্বোধন করেন মাদারীপুর ৩ আসনের সাংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর আবদুস সোবহান গোলাপ এমপি।

রবিবার সকালে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার চত্বরে কালকিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মেলার আয়োজন করা হয়।

কৃষি মেলা উদ্বোধন শেষে কালকিনি উপজেলা হল রুমে আলোচনা সভা ও ছাত্র ছাত্রীদের বিভিন্ন গাছের চারা বিতরণ, প্রান্তিক চাষীদের পুরস্কার এবং পিছিয়ে পরা জনগোষ্ঠীর মাঝে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ঢেউ টিন ও চেক তুলে দেয়া হয়

কালকিনি উপজেলা র্নিবাহী কর্মকর্তা পিংকি সাহার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. সন্তোষ চন্দ্র চন্দ, কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক কালকিনি পৌর মেয়র এসএম হানিফ সরদার কালকিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, কালকিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মোঃলোকমান হোসেন, কালকিনি উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস কালকিনি উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান হাওলাদার সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

মেলায় আলু ও কচু দিয়ে বিশ রকমের পিঠা ও একত্রিশ রকমের ফলসহ বিভিন্ন সবজি গাছ রোপন পদ্ধতি প্রদর্শন করা হয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত