রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি, আমাদের মানবতাবিরোধী বলে কী করে: প্রধানমন্ত্রী

| আপডেট :  ২৫ জুলাই ২০২৩, ০৭:২৬  | প্রকাশিত :  ২৫ জুলাই ২০২৩, ০৭:২৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানবতাবোধ আছে বলেই রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি, আমাদের কেউ মানবতাবিরোধী বলে কী করে? যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, একটি দেশ আছে, যারা অগ্নিসন্ত্রাসের আসামিদের মানবাধিকার নিয়ে চিন্তিত।

মঙ্গলবার ইতালির রোমে রিজিওনাল ইনভয়’স কনফারেন্সে বক্তব্য প্রদানকালে এই প্রশ্ন ছুড়েন বাংলাদেশ সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী বলেন, আমরা মিয়ানমারের সঙ্গে যুদ্ধ করতে যাইনি। কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধান করতে চেয়েছি। রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়ে দেখি কিছু কিছু জায়গা থেকে বাধা আসে। কেন আসে?

তিনি বলেন, আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থাগুলোর মিয়ানমারে আরও কাজ করা উচিত। রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নিয়ে সেখানে অবস্থান করে সংস্থাগুলো কাজ করুক। রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত পাঠাতে হবে।

শেখ হাসিনা বলেন, কিছু অপরাধী বিদেশে অবস্থান নিয়ে বিভিন্ন জায়গায় চিঠি দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। অপপ্রচারকারীরা বিলাসবহুল জীবনযাপন করছে। অপপ্রচার করছে। এত টাকা কোথায় পাচ্ছে তারা?

এ সময় তিনি আরও বলেন, আমরা বিনিয়োগ চাই। বাংলাদেশের সক্ষমতা ও ভাবমূর্তি আছে বলেই বিনিয়োগ আসছে। যারা অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে সচেতন থাকতে হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত