দুমকিতে শাশুড়ীকে কুপিয়ে হত্যা, মেয়ের জামাই আটক
জুবায়ের ইসলাম সোহান, দুমকি, পটুয়াখালী থেকে: পটুয়াখালীর দুমকিতে জামাল হোসেন নামের এক মেয়ে জামাইয়ের বিরুদ্ধে মোমেনা বেগম (৫০) নামের তার শাশুড়ীকে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১২ জুন) রাত দেড়টার দিকে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রবিবার ১২টারদিকে চরগরবদীর চর এলাকা থেকে জামাল(৩৫) কে আটক করেছে পুলিশ। মৃত মোমেনা মুরাদিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কাঞ্চন গাজীর স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর আগে কাঞ্চন গাজীর মেয়ের সঙ্গে বিয়ের পর থেইে শশুরের বাড়িতে থাকত জামাল। বেশ কয়েকদিন যাবৎ হঠাৎ জামালের মানসিক রোগ দেখা দেয়। গতকাল রাত একটার দিকে সে না ঘুমিয়ে ঘরের মধ্যে পায়চারি শুরু করে। এসময় মোমেনা বেগম তাকে ঘুমাতে বললে সে হঠাৎ তাকে দা দিয়ে এলোপাথারী কোপাতে শুরু করে। এতে মোমেনা বেগমের ঘারে, পিঠে ও পায়ে মারাত্মক জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুমকি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে গেলে সকালে তার মৃত্যু হয়।
দুমকী থানার ওসি মেহেদি হাসান বলেন, দুপুরে জামালকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত