পটুয়াখালীতে অপহরণের ৭ দিন পর কিশোরী উদ্ধার, আটক ১
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে অপহরণের সাত দিন পর এক কিশোরীকে উদ্ধার করেছে পটুয়াখালী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় অপহরণকারী মোঃ জুয়েল (২১)কে গ্রেফতার করা হয়। রবিবার (১৩ জুন) সকালে পটুয়াখালী লঞ্চঘাট থেকে মোঃ জুয়েল গ্রেফতার করা হয়। গ্রেফতার মোঃ জুয়েল পটুয়াখালী পৌর শহরের মোঃ জাকির হাওলাদার ছেলে।
রবিবার (১৩ জুন) বিকালে র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বজ্ঞপ্তিতে এ তথ্য জানামো হয়। র্যাব জানায়, ওই কিশোরী অপহরণ হওয়ার পরে তার পিতা চলতি মাসের ৬ জুন পটুয়াখালী সদর থানায় একটি জিডি করেন ( জিডি নং নং-৪০৩) এবং অপহৃত ভিকটিমকে উদ্ধারে র্যাবের কাছে সহযোগীতা চায়।
পটুয়াখালী র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ শহিদুল ইসলাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানাতে পারি যে, ভিকটিম ও প্রধান অপহরণকারী এমভি প্রিন্স কামাল-১ লঞ্চে পটুয়াখালীতে আসতেছে। যার ভিত্তিতে রবিবার সকালে অভিযান চালিয়ে লঞ্চঘাট থেকে ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারী মোঃ জুয়েলকে আটক কারা হয়। উদ্ধারকৃত ভিকটিম ও আটককৃত আসামী জুয়েলকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত