সোনারগাঁয়ে পৌরসভায় জাহের মোল্লার নেতৃত্বে তিতাসের গ্যাস চুরির মহোৎসব, নিরব কর্তৃপক্ষ

| আপডেট :  ২৮ আগস্ট ২০২৩, ০৮:১৬  | প্রকাশিত :  ২৮ আগস্ট ২০২৩, ০৮:১৬

নিজস্ব প্রতিনিধি: নারায়নগঞ্জের সোনারগাঁয়ে পৌরসভায় জাহের মোল্লার নেতৃত্বে তিতাসের গ্যাস চুরির মহোৎসব চলছে বলে অভিযোগ পাওয়া যায়! পাশাপাশি নিরব দর্শকের ভুমিকায় যেন দেখা যায় যথাযথ কর্তৃপক্ষকে

২৬ শে আগষ্ট শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়- স্থানীয় প্রভাবশালী চক্রের পৌরসভার ৭ নং ওয়ার্ডের হাতকোপা এলাকার মোনাফ মোল্লার ছেলে জাহের মোল্লা, দীর্ঘদিন ধরে অস্ৎ উপায়ে মাক ব্যবসা নিয়ন্ত্রণ সেবনসহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ডে জরিত বলে ও অভিযোগ রয়েছে জাহের মোল্লার বিরুদ্ধে!

জাহের মোল্লাএ কাজে নেতৃত্ব দিয়ে গ্যাস বানিজ্যের মহোৎসব চালিয়ে যাওয়ার সত্যতা পাওয়া যায়। গণমাধ্যম কর্মীরা অনুসন্ধানে গেলে দেখা যায় জাহের মোল্লার বাড়ির গেটের সংযোগস্থল থেকে ২০-২৫ টি লাইজার বসিয়ে লোহার পাইপ দিয়ে অবৈধভাবে একাধীক ঘরে ঘরে গ্যাসের সংযোগ বসানোর চিত্র চোখে পড়ে ।

জাহের মোল্লা সাংবাদিকদের দেখে তেরে এসে নিউজ না করার কথা বলেন পাশাপাশি সাংবাদিকদের সাথে তর্কে জরান। ৫০ হাজার থেকে লাখ টাকা করে হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া যায়।

জাহের মোল্লার অননুমোদিত ১টি বিস্কুট-রুটি তৈরির কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান পাওয়া যায়!

এবিষয়ে গণমাধ্যম কর্মীরা গ্যাস চুরির সত্যতা যাচাইয়ে জাহের মোল্লার বাড়ি থেকে কয়টি অবৈধ গ্যাস সংযোগ আছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে অশোভন আচরণ করেন সাংবাদিকদের প্রশ্নের জবাব না দিয়ে বলেন, আপনি গিয়ে গুনে নিন।

পরে গ্যাস চুরির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার পাশ করা লাইজার থেকে সকলে গ্যাস সংযোগ নিয়েছে আমি কি সবাইকে না করবো।আপনি গিয়ে না করে আসেন ঘরে ঘরে এমন ও মন্তব্য করেন।

জাহের মোল্লার বিরুদ্ধে!এলাকাবাসী তার ভয়ে মুখ না খুললেও সাংবাদিকের কলম সবসময় দূর্নীতীর বিরুদ্ধে সত্য প্রকাশে আপোষহীন

বৈধ সংযোগ দেওয়া বন্ধ থাকায় এসব বাড়িতে বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে রাতারাতি কোটি কেটি টাকা আসৎসাত করছেন জাহের মোল্লারা-

তিতাসের মেঘনা অঞ্চলের কর্মকর্তা রাসেল আহমেদ জানান, এর আগেও তিতাসের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত