র্যাব ১১ হাতে ৫১ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
আল আমিন কবির, সোনারগাঁও, নারায়ণগঞ্জ থেকে: গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গতকাল ০১ সেপ্টেম্বর ২০২৩ইং তারিখ দুপুরে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন জগন্নাথপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৫১ কেজি গাঁজা’সহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো- কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার সংরাইশ গ্রামের শামছু এর ছেলে রানা মিয়া (৩০) এবং একই থানার গাজীপুর গ্রামের মৃত জুলফু মিয়া এর ছেলে মাহে আলম (৪২)।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত