এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন, সোনারগাঁও আ.লীগের বিশাল শোডাউন

| আপডেট :  ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩২  | প্রকাশিত :  ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩২

আল আমিন কবির, সোনারগাঁও, নারায়ণগঞ্জ থেকে: অপেক্ষার পালা শেষ খুলেছে দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। বাধাহীন যাত্রার নতুন পথ পাচ্ছেন রাজধানীবাসী। দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ-উপলক্ষ্যে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে বর্নাঢ়্য আয়োজনে শোভাযাত্রা নিয়ে আগারগাঁওস্থ সুধী সমাবেশে অংশ নেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ।

শনিবার (২ সেপ্টেম্বর) বিমানবন্দর প্রান্তে উদ্বোধনের পর ফার্মগেট পর্যন্ত এগারো কিলোমিটার পথ পাড়ি দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বক্তব্য রাখেন আগারগাঁওয়ে আয়োজিত সুধী সমাবেশে। পরদিন ১৩টি পয়েন্ট দিয়ে চলাচল করতে পারবেন সর্বসাধারণ।

দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে পুরোপরি প্রস্তুতের বৈদ্যুতিক খুঁটিতে বাহারি রংয়ের পতাকায় সেজেছে, টোল দিয়ে দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ফলক উন্মোচন করে পাড়ি দেন বিমানবন্দর থেকে ফার্মগেট – এগারো কিলোমিটারের এ পথ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলক উন্মোচন করে এরপর টোল দিয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে আসেন, যেখানে সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। সেখানে আনুষ্ঠানিক উদ্বোধন করে বক্তব্য রাখেন তিনি।

পরদিন সকাল ৬টা থেকে এ পথ খোলা হবে সাধারণের জন্য। বিমানবন্দর থেকে ফার্মগেট যেতে কাওলা, কুড়িল আর গলফ ক্লাবে থাকবে উঠার ব্যবস্থা। একদিকে নামা যাবে বনানী, মহাখালী আর ফার্মগেটে। অন্যদিকে, তেজগাঁও থেকে বিমানবন্দর যেতে বিজয় সরণি ওভারপাসের দুই প্রান্ত আর বনানী থেকে থাকবে উঠার ব্যবস্থা। নামা যাবে মহাখালী, বনানী, কুড়িল ও বিমানবন্দর এলাকা থেকে।

সুধী সমাবেশ সফল করতে সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবদুল্লাহ আল কায়সার, সহসভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নেতৃত্বে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু চেয়ারম্যান, বারদী ইউনিয়ন চেয়ারম্যান লায়ন বাবুল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী শাহ মো : সোহাগ রনি,গাজি মুজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল নিলু, আশরাফুজজামান, পৌরসভা মেয়র পদপ্রার্থী মো : হোসাইন, মারুফুল ইসলাম ঝলক,হাজী কামাল হোসেন,সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি পদপ্রার্থী মামুন আহমেদ রাশেদ সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত