বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমের সফলতায় মুক্তিযোদ্ধাদের ভূমিকা রয়েছে: শাজাহান খান
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকীতে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের স্হায়ী কমিটির সভাপতি, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান খান এমপি’র আগমন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
রবিবার সকাল ১০টায় উপজেলা সভাকক্ষে আয়োজিত উক্ত সভায় সভাপতিত্ব করেন দুমকী উপজেলা কমান্ডার ও আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম মর্তুজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সংগঠক জাতীয় শ্রমিক ফেডারেশনের মহাসচিব, বাংলাদেশ সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি।বাংলাদেশ মুক্তিযোদ্ধা কাউন্সিল কেন্দ্রীয় কমান্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক , সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এবিএম সুলতানা আহমেদ। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান সিজার। প্রধান অতিথির সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ওয়াকার্স।সভায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমের সফলতায় মুক্তিযোদ্ধাদের ভূমিকা রয়েছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রমের সফলতা জনগণের দ্বার গোড়ায় পৌঁছে দিতে হবে।এসময় উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগন,মুক্তিযোদ্ধা’র সন্তানসহ সুশীল সমাজের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত