বিভেদ নয় ঐক্য চাই, বিজয় আমাদের হবেই ইনশাআল্লাহ: বুলু

| আপডেট :  ১৪ জুন ২০২১, ০১:৪১  | প্রকাশিত :  ১৪ জুন ২০২১, ০১:৪১

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, আমরা যদি জিয়াউর রহমানের জীবনাদর্শকে লালন করি, তাহলে যে কোনো প্রতিকূলতায় সফল হওয়া সম্ভব। আজকে গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে। লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলার খড়গ। গুম-খুনের শিকার হাজার হাজার নেতা-কর্মী। এখন সবাই যদি নিজেদের মধ্যে বিভেদে না জড়িয়ে ঐক্যবদ্ধ হই, একসঙ্গে আন্দোলন করি, বিজয় আমাদের হবেই ইনশাআল্লাহ।

রবিবার (১৩ জুন) বিকালে বিকালে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যুক্ত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান যুবদল সভাপতি সাইফুল আলম নীরব, সুলতান সালাউদ্দিন টুকু, সিনিয়র সহসভাপতি মোরতাজুল করিম বাদরু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমন।

বরকত উল্লাহ বুলু বলেন, দেশে একদিকে করোনা অন্য দিকে অবৈধ সরকার। দুটোই আজ জাতির জন্য দুর্ভাগ্যের। করোনার ভাইরাসের মতো অতিমারি ঠেকাতে সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। বিএনপি জাতীয় এ দুর্যোগ নিয়ে সরকারের সঙ্গে কাজ করতে চেয়েছে। কিন্তু সরকার সে পথে না গিয়ে করোনা নিয়ে ব্যবসা শুরু করেছে। স্বাস্থ্যসেবাকে ভঙ্গুর করে ফেলা হয়েছে।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত