গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে অর্থি স্টেশনারী ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক সারওয়ার জাহান সুমনের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে রহনপুর গাজী শিশু শিক্ষা নিকেতনের বিভিন্ন শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ দেলোয়ার হোসেন রনি, অর্থি স্টেশনারী প্রোপাইটার ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক সারওয়ার জাহান সুমন, অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য সৈয়দ ইমতিয়াজ আহমেদ সিজার, অভিভাবক রেজাউল করিম, সংগীত শিল্পী ফরহাদ হোসেন। ৩০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত