কানাইঘাট থানায় চোরাই মহিষসহ গ্রেফতার ১

| আপডেট :  ১১ অক্টোবর ২০২৩, ১১:৫৩  | প্রকাশিত :  ১১ অক্টোবর ২০২৩, ১১:৫২

কানাইঘাট(সিলেট)প্রতিনিধিঃ সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, খুন, ধর্ষণ, পরোয়ানাভূক্ত সাজাপ্রাপ্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় কানাইঘাট থানার অফিসার ইনচার্জ জনাব গোলাম দস্তগীর আহমদ মহোদয়ের দিক নির্দেশনায় অদ্য ১১/১০/২০২৩ (বোধবার) কানাইঘাট থানার এসআই পীযূষ চন্দ্র সিংহ সঙ্গীয় ফোর্সসহ জৈন্তাপুর থানাধীন ০৩নং চারিকাটা ইউনিয়ন পরিষদের মাঠ হইতে মধ্যবর্তী কানাইঘাট থানাধীন পশ্চিম সর্দারমাটি সাকিনের মৃত মোহাম্মদ আলী এর পুত্র আবুল কালাম এর উদ্রাকান্দি পশ্চিম হাওরের মহিষের বাতান থেকে চোরাই যাওয়া ০১টি মহিষ উদ্ধার সহ মহিষ চোরমৃত মুদাচ্ছির আলী পুএ রেজওয়ান আহমদ সাং- হারাতৈল কাদিরগ্রাম,গ্রেফতার করে। আবুল কালাম বাদী হইয়া কানাইঘাট থানায় অভিযোগ দায়ের করিলে কানাইঘাট থানার মামলা নং- ১০ ।

এজাহার সূত্রে জানা যায় বাদীর ৩১টি মহিষের রাখাল জনৈক মারুফ আহমদ এর মাধ্যমে গত ০৭/১০/২০২৩খ্রিঃ তারিখ হাওরে চড়ানোর পর ঐ দিন বিকাল মহিষ গুলো মহিষের বাতানে রাখিয়া ভাত খাওয়ার জন্য বাদীর বাড়িতে আসে। পরবর্তীতে উক্ত রাখাল মারুফ আহমদ মহিষের বাতানে গিয়ে দেখতে পান ০১টি মহিষ নাই। এসআই পীযূষ চন্দ্র সিংহ গোপন সংবাদের ভিত্তিতে বাদীসহ জৈন্তাপুর থানার চারিকাটা ইউনিয়ন পরিষদের মাঠ হইতে চোরাই মহিষ সহ ১ আসামীকে গ্রেফতার করেন।উক্তআসামীকে বিধি মোতাবেক অদ্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত