শরিয়তপুরে খালেদা জিয়াকে মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশ প্রেরনের দাবিতে অনশন

| আপডেট :  ১৪ অক্টোবর ২০২৩, ১১:৪২  | প্রকাশিত :  ১৪ অক্টোবর ২০২৩, ১১:৪২

রতন আলী মোড়ল জেলা প্রতিনিধি: শরীয়রপুরে বিএনপির বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবীতে কেন্দ্রীয় কর্মসূটির অংশ হিসেবে অনশন কর্মসূচি পালন করেছেন।

১৪ অক্টোবর শনিবার বেলা ১১টা জেলা শহরের ধানুকা এলাকায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনশন কর্মসুচিতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহম্মেদ আসলাম।

অনশনে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ মোহাম্মদ আব্দুস সালাম, সিরাজুল হক মোল্যা, এডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম, জেলা কৃষকদল সভাপতি বিএম হারুন অর রশিদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব মোর্শেদ টিপু।

শরীয়তপুর পৌরসভা বিএনপির সভাপতি এডভোকেট লুৎফর রহমান, সাধারণ সম্পাদক সামসুল হক ঢালীসহ সকল উপজেলা বিএনপির সভাপতি, সম্পাদক ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। দুপুর ২টায় অনশন সমাপ্ত হয়। অনশন থেকে আগামী ১৮ অক্টোবর ঢাকার সমাবেশে যোগদানের আহবান জানানো হয় নেতা-কর্মীদের।

অনশন থেকে নেত্রীবৃন্দ বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই শংকটাপন্ন। এই ফ্যাসিবাদ সরকার খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ পাঠাবেনা। খালেদা জিয়াকে মুক্ত করে চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে হলে এই সরকারের পদত্যাগ ঘটাতে হবে। একমাত্র আন্দোলন সংগ্রামের মাধ্যমে সেই পরিস্থিতি সৃষ্টি করতে হবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত