দুমকী প্রেসক্লাবে দৈনিক কালবেলার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
দুমকী(পটুয়াখালী)প্রতিনিধিঃ আলোচনাসভা ও কেককাটার মধ্য দিয়ে পটুয়াখালীর দুমকীতে জেলা প্রতিনিধি মো. ইশরাত হোসেন লিটনের আয়োজনে দৈনিক কালবেলার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
১৭ অক্টোবর মঙ্গলবার বিকেলে ঐতিহ্যবাহী দুমকী প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান।
দুমকী প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফজলুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী বেলাল হোসেন দুলালের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম,পবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেক, আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা, মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান শিকদার, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আজহার আলী মৃধা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অধ্যাপক মাইনুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আল ইমরান বলেন, ‘দৈনিক কালবেলা মাত্র ১ বছরের মধ্যেই বস্তুনিষ্ঠ সংবাদ দিয়ে দেশের মানুষের মনে জায়গা করে নিয়েছে। আমার পক্ষ থেকে কালবেলা পত্রিকার জন্য শুভকামনা রইলো।’
এসময় প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আবুল হোসেন মুন্সি, মো. এবাদুল হক বাদল, যুগ্ম সম্পাদক মো. সাইদুর রহমান খান, মো. সহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. নাইম হোসেন, প্রচার সম্পাদক কাজী জুবায়ের ইসলাম সোহান, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক মো. রিয়াজুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মো. আব্দুল কুদ্দুস, স্বপন কুমার দাস, দৈনিক ঢাকা ক্রাইমের জেলা প্রতিনিধি রিপন কুমার দাসসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
#
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত