দুমকিতে আওয়ামী লীগের উদ্যোগে শেখ রাসেলের জন্মবার্ষিকী পালিত

| আপডেট :  ১৮ অক্টোবর ২০২৩, ০৬:১৪  | প্রকাশিত :  ১৮ অক্টোবর ২০২৩, ০৬:১১

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৬০ তম জন্মবার্ষিকী ও ” শেখ রাসেল দিবস ২০২৩ পালিত হয়েছে।

বুধবার বিকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান সিকদার।

সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিমের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা লীগের সভাপতি ফরিদা ইয়াসমিন, আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম মর্তুজা, দপ্তর সম্পাদক অধ্যাপক মাইনুল ইসলাম, শ্রীরামপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক কেএম শহিদুল ইসলাম খলিল, লেবুখালী ইউনিয়ন আ’লীগের সভাপতি ডা: আব্দুস সালাম প্রমুখ।

শেষে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম প্রিন্সের নেতৃত্বে জন্মদিনের কেক কাটা হয়।এসময় উপজেলা আ’লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত