গোমস্তাপুরে ফুয়ারাম ঘাটে সেতু নির্মান কাজের ভিওি প্রস্তর স্থাপন ও সুধী সমাবেশ

| আপডেট :  ২১ অক্টোবর ২০২৩, ০৬:০২  | প্রকাশিত :  ২১ অক্টোবর ২০২৩, ০৬:০২

সারওয়ার জাহান সুমন, গোমস্তাপুরঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বাংগাবাড়ি ইউনিয়নের ফুয়ারাম ঘাট এ বাংগাবাড়ি ইউপি- দলদলি ইউপি ভায়া নির্মিত সেতু নির্মান কাজের ভিওি প্রস্তর স্থাপন করেন চাঁপাইনবাবগঞ্জ ০২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামিলীগ সভাপতি মুঃ জিয়াউর রহমান।

শনিবার (২১ অক্টোবর) বিকালে বাংগাবাড়ি ইউনিয়ন আওয়ামিলীগ আয়োজিত সুধী সমাবেশে সভাপতিত্ব করেন বাংগাবাড়ি ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি সাদেরল ইসলাম।

বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মন্ডল, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, ভোলাহাট উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন, গোমস্তাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নহু, রাজশাহী মেডিক্যাল কলেজের সাবেক সচিব একরামুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোস্তফা কামাল, সাবেক ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম সোনার্দী, বাংগাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আজাহার আলী মন্ডল, বিশিষ্ট সমাজসেবক ও ঠিকাদার আঃ মান্নান, পৌর ছাত্রলীগ সভাপতি, এন্তাজুল ইসলাম, পৌর সাধারণ সম্পাদক তাসরিফ আহমেদ প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, আপনাদের দীর্ঘদিনের দাবি পূরণ করতে পারায় আজ আমিও আনন্দিত। আপনাদের মনে রাখতে হবে যা আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। জননেত্রী শেখ হাসিনার সরকার দেশের অবকাঠামো কত উন্নয়ন, শিক্ষাক্ষেত্রের উন্নয়ন, প্রযুক্তির ব্যাপক সম্প্রসারণ ঘটিয়ে বেকারত্বের আর কমিয়ে আনা সহ সর্বক্ষেত্রে প্রযুক্তির উন্নয়ন আজ দেশকে এনে দিয়েছে এক সম্ভাবনা এক নতুন দোয়ার। কৃষি ক্ষেত্রে ঘটেছে ব্যাপক উন্নযন, আত্মসামাজিক ক্ষেত্রে বিপ্লবী উন্নয়নের কারণে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। যা সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারনে। বিধবা ভাত, বয়স্ক ভাতা, মাতৃকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ সমাজসেবা অফিসের মাধ্যমে বিভিন্ন জটিল ও কঠিন রোগীদের আর্থিক সহযোগিতা এ সরকারের অবদান। তাই আগামী দাদুর সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আবারও আমাদের বঙ্গবন্ধু কন্যা আধুনিক বাংলাদেশের রূপকার মানবতার মা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতেই হবে। সকল ষড়যন্ত্র রুখে নৌকার পক্ষে থেকে স্বাধীনতার স্বপক্ষের দলকে বিজয়ী করতে হবে। আমি আপনাদের পাশে ছিলাম এবং আছি। আমি নৌকার মাঝি হয়ে যেন আপনাদের আবারও সেবা করতে পারি তাই আমার জন্য ও মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।

অনুষ্ঠানে আরও ছিলেন-চাঁপাইনবাবগঞ্জ জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোজাহার আলি প্রাং, বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সেতুটি নির্মাণে ব্যয় হবে ৬৩ কোটি ৫৬ লক্ষ ৯২ হাজার ২১ টাকা যা এলজিইডি বাস্তবায়ন করবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত