দুমকিতে ৪২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
জুবায়ের ইসলাম, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বরিশাল বিভাগীয় গোয়েন্দা সদস্যরা গোপন খবরে পটুয়াখালীর দুমকিতে অবস্থান ও অভিযান চালিয়ে কাঁঠালতলী এলাকায় একটি অটোরিকসা থেকে ৪২ কেজি গাঁজাসহ ফিরোজ খান ও খোকন শরীফ নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এ সময় পালিয়ে গেছে মো. কালাম নামে আরেক কারবারি।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, উদ্ধারকৃত গাঁজা চাঁদপুর থেকে ট্রলারে লেবুখালী পৌঁছে দেওয়া হয়।
এ ব্যাপারে দুমকি থানায় মামলা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদের তথ্যে ও তদন্তে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত