পরীমণি বিচার পাচ্ছে না বলে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ এমপি হারুনের
চিত্র নায়িকা পরীমণি বিচার পাচ্ছে না, এ ঘটনায় জড়িতদের ধরতে স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্যোগ নেয়ার আহবান জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ। সংসদে আলোচনায় পরীমণির বিষটি তুলে ধরে তিনি এ আহবান জানান। তিনি বলেন, আজ দেখলাম পরীমণি ধর্ষণ-নির্যাতনের শিকার হয়ে প্রধানমন্ত্রীর কাছে বিচার দাবি করেছেন। এটা ভয়ানক ঘটনা। তাকে সেখানে ধর্ষণ ও নির্যাতনের শিকার হতে হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কী করছে? আজ অন্য কেউ হলে সাথে সাথে গ্রেফতার করা হতো। তাদের আইনের আওতায় আনা হতো। এরা নিঃসন্দেহে মাফিয়া।
এর আগে রোববার (১৩ জুন) রাতে পরীমণি তার ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়ে তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ করেন এবং প্রধানমন্ত্রীর সাহায্য চান। এদিকে, রাত প্রায় দেড়টার দিকে চিত্র নায়িকা পরীমণি বনানীর বাসভবনে তার জবানবন্দি শুনে মামলা গ্রহণ করে রূপনগর থানা পুলিশ। সেখানে পরীমণি নাসির মাহমুদ নামে এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। আসামি করা হয় আরও কয়েকজনকে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত