শিয়ালাইন বিল পরিদর্শন করেন কানাইঘাট সার্কেল সহকারী পুলিশ সুপার অলক কান্তি শর্মা

| আপডেট :  ১৯ নভেম্বর ২০২৩, ০৫:৪৭  | প্রকাশিত :  ১৯ নভেম্বর ২০২৩, ০৫:৪৭

কানাইঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের কানাইঘাটের বাউরকান্দি মৌজার শত কোটি টাকা মূল্যের প্রায় সাড়ে ৩ শ’ একর শিয়ালাইন বিল পরিদর্শন করেন।

রোববার (১৯ নভেম্বর) স্থানীয় জনসাধারণের সাথে দখলদারদের একাধিকবার সংঘর্ষও হয়েছে।হাওর এলাকার বাউয়ারকান্দি মৌজায় হাওরে সব চেয়ে বড় বিল দিয়ালাইন, যা শিয়ালাইন বিল নামে এলাকায় পরিচিত।

কানাইঘাট থানার (সার্কেল) সহকারী পুলিশ সুপার অলক কান্তি শর্মা বলেন,অলক কান্তি শর্মা বলেন, কিছু মানুষ মাছ ধরাকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে।কোন ধরনের প্রভাবশালী মহল উক্ত বিলকে কেন্দ্র করে যাতে কোন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, তাই সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি উক্ত এলাকা পরিদর্শন করেন।

এ সময় সাথে ছিলেন- কানাইঘাট থানার (ওসি)তদন্ত অফিসার আদনান ও এস আই সুহেল সহ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত