কুমিল্লা-১০ আসনে আ.লীগের মনোনয়ন সংগ্রহ করলেন সাবিহা মুবাশশির নিলয়
আল আমিন কবির, স্টাফ রিপোর্টার: ২১শে নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের থেকে মনোনয়ন কিনেন কুমিল্লা ১০ আসনের এম পি পদপ্রার্থী বাংলাদেশ তাতিলীগ এর কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও এন এ এন টেলিভিশন এর ব্যবস্থাপনা পরিচালক সাবিহা মুবাশশির নিলয়।
এসময় তিনি তার সকল নেতা কর্মীদের নিয়ে মনোনয়ন কেনার পরে আনন্দ মিছিল করেন ও দুপুর ১টায় মনোনয়ন ফরমটি পুনরায় জমা দেন।
এ সময় তিনি বলেন, আমি আওয়ামী লীগের নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী, যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যোগ্য মনে করেন তাহলে অবশ্যই আমি নৌকা মার্কার মনোনয়ন নিয়ে নির্বাচনের মাধ্যমে নৌকা মার্কার জয় নিয়ে আসবো ইনশাল্লাহ। দলীয় মনোনয়ন পেলে কুমিল্লা -১০ আসনের সাধারণ মানুষের পক্ষে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সেবক হয়ে জনগণের জন্য কাজ করে যাবে।
মনোনয়ন পত্র না পেলে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করে যাবো বলে জানান এনএনটিভির ব্যাবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ তাতিলীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য সাবিহা মুবাশশির নিলয়।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত