শরীয়তপুর ৩টি আসনে পুনরায় নৌকার মাঝি হলেন শামীম, ইকবাল ও নাহিম

| আপডেট :  ২৬ নভেম্বর ২০২৩, ০৯:৫০  | প্রকাশিত :  ২৬ নভেম্বর ২০২৩, ০৯:৫০

রতন আলী মোড়ল জেলা প্রতিনিধি: শরীয়তপুরের তিনটি আসনে পুনরায় নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য মো. ইকবাল হোসেন অপু, একেএম এনামুল হক শামীম ও নাহিম রাজ্জাক।

রোববার (২৬ নভেম্বর) বিকালে বঙ্গবন্ধু এভিনিউ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে চূড়ান্ত প্রার্থীদের মনোনয়নে নাম ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শরীয়তপুর- ১ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ইকবাল হোসেন অপু।

শরীয়তপুর -২ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও বাংলাদেশ পানী সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।

শরীয়তপুর-৩ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য নাহিম রাজ্জাক।

উল্লেখ্য, চলতি মাসের ১৫ তারিখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হবিবুল আউয়াল নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়নের আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত