সোনারগাঁয়ে নৌকার প্রচারনা নিয়ে ইউনিয়ন ভিত্তিক কৃষক লীগের আহবায়ক কমিটির মতবিনিময় সভা
আল আমিন কবির, সোনারগাঁও নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আলহাজ্ব আবদুল্লাহ আল কায়সার হাসনাতের নৌকার প্রচারনা নিয়ে ইউনিয়ন ভিত্তিক কৃষক লীগের আহবায়ক কমিটির মতবিনিময় সভা-র অংশ হিসেবে সনমান্দী ইউনিয়ন চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ র সাথে মতবিনিময় করেন নবগঠিত সোনারগাঁও উপজেলা কৃষকলীগ।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ
নির্বাচনে নারায়ণগঞ্জ -৩- সোনারগাঁও আসনে নৌকার প্রার্থী আলহাজ্ব আবদুল্লাহ আল কায়সার হাসনাতের নির্বাচন পরিচালনার জন্য সোনারগাঁও উপজেলা কৃষকলীগের আহবায়ক শেখ মোহাম্মদ আলমগীর, সাধারণ সম্পাদক মো:নাজমুল হাসান ও যুগ্ম আহবায়ক মো: কাজী বাবুলের নেতৃত্বে ইউনিয়ন পর্যায়ে সমন্বয়ক কমিটি করার লক্ষে সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ চেয়ারম্যানের সাথে মতসভায় নৌকা মার্কাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চান।
এসময় সোনারগাঁও উপজেলা কৃষকলীগের নেতৃবৃন্দরা-আওয়ামীলীগের উন্নয়নকে সামনে এনে বলেন-
আওয়ামী লীগের এই ১৪ বছরে দলটি বাংলাদেশকে একটি দূর্বল অর্থনৈতিক দেশ থেকে সব শর্ত পূরণ করে উন্নয়নশীল দেশের কাতারে পদার্পন করিয়েছে। আর তা করতে গিয়ে মানুষের জীবনমানকে উন্নত করতে হয়েছে, আর্থিক সক্ষমতা বৃদ্ধি করতে হয়েছে। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশ বিশ্বের বুকে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সাবমেরিন ক্যাবল (২০২০ সালে শুরু হয়েছে, শেষ হবে ২০২৪ সালে) থেকে শুরু করে ফ্লাইওভার, বঙ্গবন্ধু স্যাটেলাইট স্থাপন, যমুনা নদীর বঙ্গবন্ধু সেতু থেকে শুরু করে বিশ্বের অন্যতম বৃহৎ পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রমাণ করে বাংলাদেশে আওয়ামী লীগের এই ১৪ বছরে উন্নয়নের চিত্র কতটা অর্থপূর্ণ ছিল।
২০০৮ সালে যখন আওয়ামী লীগ দেশের শাসনভার গ্রহণ করে তখন কত দুরাবস্থাই না ছিল। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গড়া এই দল ও তার উত্তরসূরি যে কিনা তারই সুযোগ্য কন্যা টানা ১৪ বছরের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বের বলে বাংলাদেশ একটি অপার সম্ভাবনার দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বাংলাদেশকে এই সময়ের মধ্যেই বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল হিসেবে দাঁড় করিয়েছেন। এই সময়ে বাংলাদেশের অনেক উন্নয়নই হয়েছে। তবে যেসব উন্নয়ন দেশকে বদলে দিয়েছে বা দিচ্ছে সেই মেগা প্রকল্পগুলোর বাস্তবায়ন আওয়ামী লীগের সফলতার স্বাক্ষর বহন করছে। এই প্রকল্পগুলো বিশ্বের বুকে বাংলাদেশকে সম্মানের জায়গায় নিয়ে গেছে।
তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ -৩- সোনারগাঁয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আলহাজ্ব আবদুল্লাহ আল কায়সার হাসনাত কে বিজয়ী করতে আবারো নৌকায় ভোট দিতে আহবান জানান কৃষকলীগের নেতৃবৃন্দরা সর্বদা নৌকার বিজয়ে প্রস্তুত রয়েছে বলে জানান।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত