সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন জিয়াউর রহমান এমপি
সারওয়ার জাহান সুমন, গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে তিন উপজেলার সাংবাদিকদের নিয়ে মতবিনিময় করেছেন চাঁপাইনবাবগন্জ জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদ সদস্য এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জিয়াউর রহমান।
শুক্রবার ৮ ডিসেম্বর রহনপুর উৎসব কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক কল্যাণ তহবিলের, (নাচোল- গোমস্তাপুর-ভোলাহাট) এর সভাপতি আসাদুল্লাহ আহমদ।
বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাব গোমস্তাপুর সভাপতি আতিকুল ইসলাম আজম, নাচোল উপজেলা প্রেসক্লাব সভাপতি আব্দুস সাত্তার, রহনপুর রিপোটার্স ক্লাব সভাপতি আব্দুল্লাহ আল মামুন নাহিদ, নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার, নাচোল বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি জোহরুল হক জোহির, সাংবাদিক আব্দুর রহমান মানিক, সারওয়ার জাহান সুমন, কায়সার রহমানী মানিক, একেএম জিলানী, মনিরুল ইসলাম প্রমুখ।
সঞ্চালনায় ছিলেন সাংবাদিক ইয়াহিয়া খান রুবেল। জিয়াউর রহমান এমপি তার বক্তব্যে আগামী নির্বাচন সুষ্ঠু করতে সকল সাংবাদিকের সহায়তা কামনা করেন। তিনি নির্বাচিত হলে এলাকার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত