রাজধানীর বিজয়নগরে ছাত্রদল নেতা মাসুম বিল্লার নেতৃত্বে মিছিল
রাজধানীর বিজয়নগরে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক এইচ এম মাসুম বিল্লার নেতৃত্বে বিক্ষোভ মিছিল।
সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবি ও মেরুদণ্ডহীন ইসি কর্তৃক ঘোষিত অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে ১১তম দফায় ডাকা ৩৬ ঘন্টার দেশব্যাপী সর্বাত্মক অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বুধবার (১৩ ডিসেম্বর) বেলা ১২টার দিকে সংগঠনটির যুগ্ন আহ্বায়ক এইচ এম মাসুম বিল্লাহ নেতৃত্বে অবরোধের সমর্থনে শান্তিপূর্ণ মিছিলটি বিজয়নগর মোড় থেকে শুরু হয়ে কাকরাইল নাইটেঙ্গেল মোড়ে গিয়ে আওয়ামী লীগ এবং আওয়ামী পুলিশ লীগের হামলায় ছত্রভঙ্গ হয়ে যায়।
উপস্থিত ছিলেন সূত্রাপুর থানা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মো. জাকির হোসেন, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলনেতা মোঃ সাদ্দাম ফরাজী, আব্দুল্লাহেল আজাদ,ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল নেতা,মেহেদী, লিটন, আতিকুল, আকাশ, তানভীর আহমেদ এবং হৃদয় সহ প্রমুখ
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত