রাজধানীর পান্থপথে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

| আপডেট :  ১৩ ডিসেম্বর ২০২৩, ০৯:৫০  | প্রকাশিত :  ১৩ ডিসেম্বর ২০২৩, ০৯:৫০

সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফা ও দ্বাদশ সংসদের নির্বাচনী তপশিল বাতিলের দাবিতে ১১তম দফায় বিএনপির ডাকা ৩৬ ঘণ্টা অবরোধ সফলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আকন মামুন ও শাকির আহমেদের নেতৃত্বে মিছিলটি স্কয়ার হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে পান্থপথ মোড়ে পৌঁছালে পুলিশ ও আওয়ামী লীগের হামলায় ছত্রভঙ্গ হয়ে যায় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মিছিলে আরও উপস্থিত ছিলেন- ছাত্রদলের কেন্দ্রীয় সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পি কে মেহেদী হাসান, ছাত্রদলের সহ মুক্তিযুদ্ধ সম্পাদক লাবু ব্যাপারী, ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাপ্পি, ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হলের দপ্তর সম্পাদক সোহানুর রহমান সোহাগ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাসুম বিল্লাহ, ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি শামিম হাওলাদার, তিতুমীর কলেজ ছাত্রদলের সহসভাপতি মো. ইউসুফ আলী খান, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ঢাকা কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ উজ্জ্বল গাজী, ঢাকা কলেজ ইন্টারন্যাশনাল হলের সিনিয়র সহ সভাপতি রাশিকুল ইসলাম শাহিল, ইডেন কলেজ ছাত্রদলের বাবলি আক্তার সীমা, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মাকসুদা আক্তার পাখি, সূত্রাপুর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সাদ্দাম ফরাজী, ঢাকা কলেজ ছাত্রদলের সাফওয়ান আহমেদ ও জুবায়েদ, মহানগর দক্ষিণ ছাত্রদলের মেহেদী হাসান, আব্দুল্লাহেল আজাদ, মো. লিটন, নাঈম ইসলাম আকাশ, জুবায়ের, আতিকুল, আকাশ, তানভীর আহমেদ, হৃদয়, উত্তর ছাত্রদলের হিমু আহমেদসহ অনেকেই।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত