দুমকীতে মাদক নিয়ে সচেতনতামূলক ভিডিও পোস্ট করায় এনজিও কর্মীকে মারধর

| আপডেট :  ১৫ ডিসেম্বর ২০২৩, ০৩:৫০  | প্রকাশিত :  ১৫ ডিসেম্বর ২০২৩, ০৩:৫০

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাদক নিয়ে সচেতনতামূলক ভিডিও পোস্ট করায় মো. মনির হোসেন(২৪) নামের এক এনজিও কর্মীকে মারধর করা হয়েছে।

গত ১৩ ডিসেম্বর বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডে এ হামলার ঘটনা ঘটে। আহত মনির হোসেন উপজেলার দক্ষিণ দুমকী গ্রামের মৃত. রাজ্জাক হাওলাদারের ছেলে এবং পল্লী সেবা সংঘ(পিএসএস) এনজিও’র মাঠ সংগঠক।

সূত্র জানায়, ১৩ ডিসেম্বর(বুধবার) বেলা সাড়ে ১২ টার দিকে মনির হোসেন সাইকেলে করে অফিসে যাচ্ছিলেন। পথে ফকির বাড়ীর দক্ষিণ পাশে পৌঁছালে স্থানীয় বখাটে মো. সোহেল ওরফে রাজু ফকির(২৮) তার ওপর অতর্কিত হামলা চালিয়ে সাথে থাকা এনজিও ঋণের কিস্তির টাকা নিয়ে নেয়। ডাক চিৎকার শুনে স্থানীয়রা এসে আহত মনিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন এবং বখাটে রাজু ফকিরকে ধাওয়া করে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে তারা।

আহত মনির হোসেন জানান, ফেসবুক পেইজ থেকে অভিভাবকদের সচেতন করতে গত ১৩ অক্টোবর মাদক বিরোধী একটি ভিডিও আপলোড করেন তিনি। এতে নেশাসক্ত রাজু ফকির ওই ভিডিও দেখে ক্ষিপ্ত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. জলিল হাওলাদার বলেন, আমি জেনেছি সে(রাজু ফকির) নেশাসক্ত। ঘটনার দিন ট্রিপল নাইনে কল দিয়ে পুলিশে খবর দেয় তার বোন।

পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহমাদ(কবির) হাওলাদার বলেন, আমার অফিসের মনির হোসেন নামে একজন মাঠ সংগঠক ঋণের টাকা তুলে অফিসে ফেরার পথে হামলার শিকার হয়েছেন।

দুমকী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ হান্নান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং প্রাথমিক চিকিৎসা শেষে আসামি রাজুকে কোর্টে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত