ফাইনাল খেলায় বাজি ধরবে সাড়ে ৬ কোটি জুয়াড়ি ও ছুটি নেবে দেড় কোটি মানুষ
প্রায় সময় শোনা যায় ভারতের দক্ষিণী কোনো কোনো সিনেমা দেখার জন্য দেশটির সিনেমাপ্রেমীরা ছুটি নেন অফিস থেকে। ফুটবলের হাইভোল্টেজ ম্যাচ কিংবা বিশ্বকাপের বড় ম্যাচের জন্যও ছুটি নেন খেলাপ্রেমীরা। যদি কর্মস্থল থেকে তাদের ছুটি না মিলে তবে ফাঁকিবাজিও করে থাকেন খেলা কিংবা সিনেমা দেখতে।
এমন ফাঁকিবাজদের সংখ্যাটা কত হতে পারে? এক লাখ? দুই লাখ? সর্বোচ্চ পাঁচ লাখ? কিন্তু যুক্তরাষ্ট্রের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় ম্যাচ ‘সুপারবোল’ এর ফাইনাল দেখতে ফাঁকিবাজি করবেন দেড় কোটিরও বেশি মানুষ। কথাটা শুনে নিশ্চয় চোখ কপালে উঠছে।
বিষয়টি নিয়ে দেশটিতে রীতিমতো গবেষণা হয়েছে। গবেষণায় দেখা যায় আগামী রোববার (১১ ফেব্রুয়ারি) ‘সুপারবোল’। আমেরিকান ফুটবল বা এনএফএলের ফাইনালই পরিচিত সুপারবোল নামে। এবারের সুপারবোলে খেলবে সান ফ্রান্সিসকো ফোর্টিনাইনার্স ও কানসাস সিটি।
একটি জরিপে বলছে, রোববার রাতের ওই ফাইনালের পরদিন প্রায় ১ কোটি ৬১ লাখ মানুষ ‘জ্বর এসেছে’ বলে ফোন করবেন কর্মক্ষেত্রে। মানবসম্পদ, চাকরি ও কর্মশক্তি নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ইউকেজির জরিপেই উঠে এসেছে, কত মানুষ সোমবার (১২ ফেব্রুয়ারি) অফিস না করার পরিকল্পনা করেছেন, সেই হিসাব।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত